জলঢাকায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালন।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজা পালন করা হয়। এ উপলক্ষে রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে  বুধবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে বিদ্যার দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় পূজা-অর্চনা করে অগণিত ভক্ত, শিক্ষক ও শিক্ষার্থীরা। মহিলা কলেজে হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসবে যোগদান করে স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি বলেন  অজ্ঞানতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর আগমন ঘটে। হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী, সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। এসময় উপস্হিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মোহন্ত, আঃলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, পৌর আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, অধ্যাপক ধনঞ্জয় কুমার রায়, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দীন, সাধারন সম্পাদক শাহিনুর রহমান, প্রভাষক হাসনাহেনা কথা ও ওলামালীগ সম্পাদক এমদাদুল হক প্রমুখ। সরস্বতী পুজা সম্পর্কে বিএমআই কলেজের প্রভাষক  কনিকা রানী মোহন্ত বলেন
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বী আমরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞানার্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করি। আজ দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুরা বিদ্যাচর্চার সুচনা করে। এছাড়াও জলঢাকা কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজা পালন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 7872888174953651732

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item