ইবিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম কাল

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বুধবার ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০১৭ অনুষ্ঠিত হবে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ৫টি অনুষদের ২৫টি বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের  আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে।

পরে সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে দুপুর ১টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7161183517887238058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item