সংস্কৃতিবিহীন জ্ঞান পরিপূর্ণ নয়: ইবি ভিসি

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, সংস্কৃতি বিহীন জ্ঞান পরিপূর্ণ জ্ঞান নয়। শুধুই লেখাপড়া, একাডেমিক সাফল্য একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে নির্মাণ করতে পারে না। সংস্কৃতির জ্ঞান তাঁর অপরিহার্য্য।

রবিবার বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের আয়োজনে আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেনে অনু আলোচনা সভা সঞ্চালনা করেন।

এতে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. আনম রেজাউল করিম, প্রফেসর ড. দীপক কুমার পাল, প্রফেসর ড. রেবেকা মন্ডল ও ড. তপন কুমার রায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8330266883427919048

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item