গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ৯ জনের মনোনয়ন দাখিল

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি::
    আসন্ন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, রবিবার শেষ দিন পর্যন্ত এই ৯ জন প্রতিদ্বদ্বি প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এঁরা হলেন- আ’লীগের মনোনীত গোলাম মোস্তফা আহমেদ, জাতীয় পার্টি (জাপা)’র ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, জেপি’র ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাসদ’র এ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, গণফ্রোন্ট’র শরীফুল ইসলাম, কৃষক-শ্রমিক-জনতা লীগ’র বীর প্রতীক আব্দুল মজিদ, এনপিপি’র জিয়া জামান খাঁন, স্বতন্ত্র ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার ও নওশের আলী। আসন্ন ২২ মার্চ এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এরআগে ২২ ফেব্রুয়ারীর মধ্যে মনোনয়নপত্র যাচাই, প্রতীক বরাদ্দ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ পূর্বক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। ফলে নির্বাচন কমিশন সচিবলায় আসনটি শুণ্য ঘোষণা করেছে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

নির্বাচন 6937106996852427451

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item