জলঢাকায় ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী হাজি বাবু

মর্তুজা ইসলাম,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের শুন্য হয়ে যাওয়া ভাইস চেয়ারম্যান ( পুরুষ) পদে উপ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় আ’লীগ কার্যালয় থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্রটি তার হাতে তুলে দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী নিজেই। গত পৌরসভা নির্বাচনে ইস্তফা দিয়ে মেয়র পদে ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর নির্বাচন করলে এই আসনটি শুন্য হয়ে যায়। গত ০২ ফেব্র“য়ারী নির্বাচনী তফসীল ঘোষনা করা হয় আসনটির । তফসীলে ৯ ফেব্র“য়ারী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১০ ফেব্র“য়ারী যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ই ফেব্র“য়ারী ধরা হয়। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৬ই মার্চ। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ই মার্চ ৮৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল সšধ্যায় পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে এক আনন্দ মিছিল দলীয় কার্যালয় হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মমিনুর রহমান,শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম,আনোয়ার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা ওয়াহব মিয়া,জেনারুল ইসলাম, মিজানুর রহমান,হায়দার আলী,রওশন ইসলাম,জুন্নমত ইসলাম,বাবলুর রশিদ,প্রমুখ। সভায় বক্তারা বলেন,এই নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকল নেতা কর্মীকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1786689354689889997

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item