ডোমারে প্রতিমা তৈরী করে সংসার চালায় মৃৎশিল্পী পরিতোষ

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে প্রতিমা তৈরী করে সংসার চালায় মৃৎশিল্পী পরিতোষ। সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন পুজায় নানা ধরনের প্রতিমা বানাতে পারে সে। মুলত বিদ্যা অর্জনের জন্যই বিভিন্ন শিক্ষা গ্রহন করে মানুষ, তেমনি এক পেশাকে বেছে নিয়েছে পরিতোষ। উপজেলার হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের কালিতলা মন্দিরের পুজারী পরিতোষ চক্রবর্তী ও তার শ্যালক অমল চক্রবর্তী প্রতি বছরই  প্রতিমা তৈরী করে হাজার হাজার টাকা আয় করেন। এ বছর তিনি ৪৬টি প্রতিমা তৈরীর অর্ডার পেয়েছেন। প্রতিটি প্রতিমা তৈরীতে খরচ বাবদ প্রকার ভেদে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে দূর্গোৎসবের প্রতিমা তৈরীতে ৩০ খেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পায় বলে জানায়। প্রতিমা তৈরীতে বাঁশ, খড়, কুমারমাটি ও সুতলীর প্রয়োজন। এ কাজে পরিতোষের পাশাপাশি তার স্ত্রী লতা চক্রবর্তীও তাকে সহযোগীতা করেন।  প্রতিমাকে পূর্নাঙ্গ রুপ দিতে বর্তমানে গায়ে রং লাগানোর খরচটি বেশী পড়ে যাচ্ছে তাই তুলনা মূলক ভাবে লাভের সংখ্যা কম বলে জানান। তবে রং লাগানোর বিষয়টি প্রতিমা গ্রহনকারীর ইচ্ছায় দেয়া হয়। পরিতোষ জানান, পারিশ্রমিকের দিক থেকে এ কাজে বেশী একটা মুনাফা হয় না। এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগীতা কামনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5723019188719579691

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item