ডোমারে হাতি দিয়ে চলছে চাঁদাবাজী ।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে হাতি দিয়ে চাঁদাবাজীতে নেমেছে এক যুবক। হঠাৎ মাঝে মধ্যে একটি হাতি নিয়ে আসেন পার্শবর্তী দেবীগঞ্জ উপজেলা থেকে। বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত  ডোমার বাজারের বিভিন্ন দোকানে গিয়ে চাঁদাবাজী করে হাজার হাজার টাকা হাতির খাবারের কথা বলে মানুষকে ধোকা দিয়ে অর্থ পকেস্ত করছে হাতির সোয়ারী মাহুদ। সে জানায় তার নাম জীবন মিয়া। এ ছাড়াও প্রধান সড়কে যানবাহন বাস, ট্রাক, অটোরিক্সা, মটর সাইকেল এবং সাধারন পথচারীদের থামিয়ে চাঁদা নেয়া হচ্ছে। অনিচ্ছা সত্বেও অনেকে চাঁদা দিতে বাধ্য হচ্ছে। শফিকুল নামের এক ট্রাক ড্রাইভার জানায়, রাস্তা চলাকালীন সময় হঠাৎ করে বিশাল এক হাতি গাড়ীর সামনে দাঁড়ানো। কি না কি করি তাই অনিচ্ছা সত্যেও কয়েক টাকা দিয়ে পেরিয়ে যেতে হচ্ছে রাস্তা। প্রতি জনের কাছে নিন্মে ১০টাকা থেকে ১শত টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এনিয়ে মানুষের মাঝে ক্ষোভ দেখা দিলেও ছোট ছেলেমেদের উপেচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো তারা আনন্দ ও উৎসাহর মাধ্যমে ছুঠে চলেছে হাতির পিছু পিছু। দেবীগঞ্জ এলাকার আব্দুল হাই বলেন, বিলুপ্ত সিট মহলে সার্কাস আসার কথা তাই হাতিটি বসে না থেকে খাবারের নাম করে সু-কৌশলে হাতি দিয়ে চাঁদাবাজী ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।

পুরোনো সংবাদ

নীলফামারী 1270048703269771213

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item