প্রথম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত লেখাপড়া করতে কোন টাকা-পয়সা লাগবে না- হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুর থেকে আঃ সাত্তার ॥
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইকবালুর রহিম বলেছেন, আমি স্বপ্ন দেখি কেমন করে মানুষের কল্যাণে কাজ করা যাবে, কেমন করে মানুষের উন্নতি হবে। শেখ হাসিনার সরকার বাজার দরকে নিয়ন্ত্রণে রেখেছে। সরকারী ও বেসরকারী চাকুরীদের বেতন বৃদ্ধি করেছে। দিনাজপুরের মানুষের এখন আর্থিক উন্নতি হয়েছে। যারা স্বচ্ছল নয়, তাদের সরকারের পক্ষ থেকে বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতাসহ ১১৭ প্রকারের ভাতা আমরা মানুষকে দেই সরকারের পক্ষ থেকে। মানুষের এখন আর্থিক স্বচ্ছলতা এসেছে। বাচ্চাদের আমরা ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দিয়েছি। যাতে আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়া করে। ঝরে পড়া শিশুরা যাতে স্কুলে যায় সেজন্য আমরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের লেখা-পড়া সম্পূর্ণ ফ্রি করেছি। আমরা উপবৃত্তি দেই। আমাদের সরকার অঙ্গীকার করেছে, আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হব। শেখ হাসিনার সরকার অঙ্গীকার করেছে-প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ছেলে-মেয়েদের লেখাপড়া করতে কোন টাকা-পয়সা লাগবে না। তিনি বলেন, এই বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত রূপান্তরিত করার ব্যবস্থা করবো এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখার ব্যবস্থা করা হবে।
৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে দিনাজপুর শহরের কসবাস্থ নিজস্ব প্রতিষ্ঠান চত্ত্বরে কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধনে ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসএমসি কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান পাভেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক.খ. মোঃ আলাওল হাদী প্রমূখ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ১২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও শহর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান, সংরক্ষিত মহিলা পৌর কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, স্থানীয় আওয়ামী লীগ নেতা বিজয় কুমার দাস ও সমাজসেবক রাশেদ পারভেজ রিপন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন। শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স তুলে দেন। এছাড়াও প্রধান অতিথিকে বিদ্যালয় ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল করিম ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সুমাইয়া শারমীন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 291309207539775643

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item