ফুলবাড়ী থানা পুলিশ গত ১ বছরে প্রায় সাড়ে ২৬ লাখ টাকার মাদক ও ১৭২১ জনকে আটক করেছে

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে  গত এক বছরে ২৬ লক্ষ ৪৪ হাজার টাকার মাদকসহ ১ হাজার ৭২১ জনকে  আটক করেন । ফুলবাড়ী থানার অফিসার ইনচার্য মোঃ মকছেদ আলী গত ২১/০১/২০১৬ ইং তারিখে ফুলবাড়ী থানার দায়িত্বভার নেওয়ার পর থেকে অভিযান চালিয়ে জানুয়ারি মাসে গঁাঁজা ০৫ কেজি ৭০০ গ্রাম, চোলাই মদ, ৮০৫ লিটার, মাদকদ্রব্য তৈরীর উপাদান ২০০ কেজি, ইয়াবা ট্যাবলেট ১৩৫ পিস, এ্যালকোহল ২৮০ বোতল, হেরোহিন ১১ গ্রাম, গাঁজার গাছ ৮টি, ফেনসিডিল ১৩৯৮ বোতল, ভারতীয় মদ ৪৪ বোতল, ফেব্র“য়ারী মাসে মদ ১৫৫ লিটার, গাঁজা ১৫০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৫০ পিছ, ফেন্সিডিল ২৫ বোতল। মার্চ মাসে ফেন্সিডিল ১৩৫ বোতল, ভারতীয় মদ ৩৭ বোতল, গাঁজা ১৫০ গ্রাম, হেরোইন ১০ গ্রাম, চোলাই মদ ১৮৫ লিটার। এপ্রিল মাসে ফেন্সিডিল ১৩৪ বোতল, ভারতীয় মদ ৩৭ বোতল, গাঁজা ১৫০ গ্রাম, হেরোইন ১০ গ্রাম, চোলাই মদ ১৮৫ লিটার। মে মাসে ফেন্সিডিল ৯৩ বোতল, গাঁজা ৪৫০ গ্রাম, ইয়াবা ২৭ পিছ, চোলাই মদ ৫৫ লিটার। জুন মাসে ফেন্সিডিল ৭০ বোতল, গাঁজা ২০০ গ্রাম, হেরোইন ১ গ্রাম, চোলাই মদ ১৩৫ লিটার, গাঁজার গাছ ১টি। জুলাই মোসে গাঁজা ৩ কেজি ৪৫০ গ্রাম, ফেন্সিডিল ৪৬ বোতল, চোলাই মদ ১২৫ লিটার, ইয়াবা ট্যাবলেট ২৫ পিছ, এ্যালকোহল ২৮০ বোতল, মাদক তৈরীর উপাদান ২০০ কেজি। আগষ্ট মাসে ফেন্সিডিল ৩১৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ২০৭ পিছ, গাঁজা ৪৫০ গ্রাম, হেরোইন ১৪ গ্রাম, চোলাই মদ ৭৮ লিটার, গাঁজার গাছ ১টি, এ্যাম্পল ইঞ্জেকশন ১০০ পিছ, প্যাথেডিন ৫০০ পিছ। সেপ্টেম্বর মাসে ফেন্সিডিল ৯৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ৪৯ পিছ, গাঁজা ৩৫০ গ্রাম, হেরোইন ১ গ্রাম, চোলাই মদ ৪৫ লিটার। অক্টোবর মাসে ফেন্সিডিল ৪৫৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ১০ পিছ, চোলাই মদ ১০ লিটার, গাঁজা ৪৫০ গ্রাম। নভেম্বর মাসে ফেন্সিডিল ২১, ইয়াবা ট্যাবলেট ২০ পিছ, গাঁজা ৪০০ গ্রাম, হেরোইন ৮ গ্রাম, এ্যাম্পুল ১৬ পিছ, চোলাই মদ ১৫০ লিটার, ভারতীয় শাড়ী ৫৪ পিছ, চাদর ৩৪টি এবং ডিসেম্বর মাসে ফেন্সিডিল ৬৫ বোতল, গাঁজা ২ কেজি ৬৭৫ গ্রাম, হেরোইন ১.৬৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৫ পিছ, ভারতীয় ওয়াসরানু ৫০ গ্রাম, দেশী মদ ১০ লিটার।
গত এক বছরে পুলিশের সাঁড়াশি অভিযানে সর্বমোট আটক আসামী ১ হাজার ৭২১ জন। একই সময়ে মোট মামলা রুজু হয় ২৩১টি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী জানান, গত এক বছরে থানার সকল অফিসারদেরকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত টাকার মাদকসহ আসামীদের আটক পূর্বক মামলা রুজু করা হয়। এতে ফুলবাড়ী থানার বিভিন্ন এলকায় চুরি ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা বন্ধ হয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6577622823802779001

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item