ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ২ লাখ টাকার মাদক ও মটর সাইকেলসহ আটক ২

মোঃ মেহেদি হাসান উজ্জল, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ফুলবাড়ী ২৯ বিজিবি বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ টাকার মাদক ও মটর সাইকেলসহ ২ জনকে আটক করেন। ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী,  ২৬ শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদ পেয়ে বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া বিওপি’র ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেনকে সীমান্ত এলাকায় অভিযান চালার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন বিজিবি সদস্যদেরকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় ঐ এলাকায় উৎপেতে থাকেন। চোরাকারবারীরা একটি মটর সাইকেল নিয়ে বিরামপুর আসার পথে বিজিবি’র টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে ২৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধায় করেন। আটকৃত ফেন্সিডিল ও মটর সাইকেলের মূল্য ২ লাখ টাকা। আটকৃতরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র মোঃ আলী আহম্মেদ (৩২), নবাবগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের মোঃ নুরুল হুদার পুত্র মোঃ রনি খান (৩০)। এ ব্যাপারের তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় বিজিবি বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। এদিকে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল কোরবান আলীর সাথে আটকের বিষয়ে কথা বলেল, তিনি জানান তারা সীমান্ত থেকে মাদক বহন করে আনছিল এ সময় আমাদের বিজিবি’র সদস্যরা তাদের ২ জনকে মাদক সহ আটক করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 8589154375938159496

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item