বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট পরিদর্শন করলেন পিডিবির চেয়ারম্যান॥

মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

    দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক নির্মানাধীন ৩য় ইউনিট ২৭৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  চেয়ারম্যান মোঃ খালেদ মাহমুদ। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নির্মানাধীন ২৭৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, তৃতীয় ইউনিট প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান, তৃতীয় ইউনিট নির্মাণকারী প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনাল এর প্রধান প্রকৌশলী ও প্রজেক্ট ম্যানেজার মি. লি ঝাউ, প্রকল্প ম্যানেজার মি.তিংফা। এছাড়াও উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর জিএম প্রশাসন, মোঃ শরিফুল আলম ও তাপবিদ্যুৎ কেন্দ্রের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
    নির্মাণ বিষয়ে তৃতীয় ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান জানান, প্রকল্পের কাজ প্রায় ৭৫ ভাগ কাজ সম্পন্ন হওয়ার পথে। আগামী ২০১৮ সালের মধ্যে উৎপাদনে যাবে তৃতীয় ইউনিট। অপরদিকে নির্মানকারী প্রতিষ্ঠান চায়না হারবিন ইন্টারন্যাশনাল এর প্রধান প্রকৌশলী মি.লি ঝাউ বলেন, যথাসময়ের মধ্যে ২৭৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট এর কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 152099711078793357

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item