ধানের বস্তায় ফেন্সিডিল। আটক ১ ॥

মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের হাতে ফেন্সিডিল সহ আটক ১। গত ১৯শে ফেব্র“য়ারি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব গোপন সূত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার এস আই শাহ্ আলম সর্দারকে সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট নামক স্থানে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক এস আই শাহ আলম বিকেল ৫টায় থানার এস আই আমিনুল এস আই আক্কেল আলী, এস আই পিন্টু, এস আই আক্তার সহ ঘটনা স্থলে গিয়ে ওত পেতে থাকেন। এ সময় দেশমা থেকে ছেড়ে আসা একটি অটোরিক্সাকে আটক করেন। আটককৃত অটোরিক্সায় তিনটি ধানের বস্তায় তল্লাশী চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১২৫ বোতল ফেন্সিডিল, একটি অটো রিক্সা সহ ১ জনকে আটক করেন। আটককৃত ফেন্সিডিলের মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা। আটককৃত ব্যক্তির বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশ বাড়ী ইউনিয়নের পান্তা পাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের পুত্র মোঃ নুর আলম নুরি (৩৫)। এ ব্যাপারে ফুলবাড়ী থানার এ এস আই মোঃ শাহ্ আলম সরদার বাদী হয়ে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২, তারিখ- ১৯/০২/২০১৭। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ একজনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 8365892729984194680

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item