দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি : সিইসি


ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আমরা এখনো চেয়ারেই বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলব, আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।

আজ বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা ৫ বছরের যাত্রা শুরু করলাম। যারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা দায়িত্ব পালনের চেষ্টা করব।

এ সময় নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, বিএনপি কেন এবং কীভাবে এসব মন্তব্য করেন সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য কোনোটাই করার নেই আমাদের।

জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের স্বাগত জানান ঢাকার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মজিবুর রহমান।

গতকাল বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন সিইসি কে এম নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনার শপথ নেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা ৫ জনকে শপথবাক্য পাঠ করান।

সিইসির নেতৃত্বে অপর ৪ কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম,  কবিতা খানম ও  অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তারা।

দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, অবশ্যই চ্যালেঞ্জিং। অবশ্যই আমরা আন্তরিকভাবে কাজ করব, যাতে স্বার্থকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি।

গত ৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে নিয়োগ দেয়া হয়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1773448844142057450

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item