পঞ্চগড়ে দুর্ঘটনার নাটক করে স্ত্রী সন্তান হত্যা,আটক ৩

সাইদুজ্জামান রেজা পঞ্চগড়: 

পঞ্চগড়ে স্ত্রী-সন্তানকে হত্যা করে তা সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার এক মাস পর ওই পাষন্ড স্বামীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।২২ ফেব্রুয়ারি রাতে স্ত্রী-সন্তান হত্যাকারী শীতেন্দ্রনাথকে গ্রেফতার করে পুলিশ। এর পর শীতেন্দ্রনাথের দেয়া তথ্য অনুযায়ী ওই রাতেই হত্যাকাণ্ডে অংশ নেয়া আব্দুর রাজ্জাক ও রয়েল রানা নামে দুই জনকে তেঁতুলিয়ার ভজনপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত ওই তিন আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে প্রেরণ করে পুলিশ।এর আগে জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই পাষান্ড স্বামী শীতেন্দ্রনাথ স্ত্রী জয়ন্তী রানী (৩২) ও এক বছর বয়সী শিশুপুত্র নারায়ন চন্দ্রকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানা পুলিশ। এর মধ্যেই পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করতে পারায় পাষন্ড শীতেন্দ্রনাথের দুর্ঘটনা নাটকের অবসান ঘটলো।গ্রেফতারকৃত শীতেন্দ্রনাথ পল্লী দারিদ্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মী হিসেবে তেঁতুলিয়া উপজেলায় কর্মরত ছিলেন।পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১০টায় জেলার সদর উপজেলার অমরখানা-সাড়ে নয় মাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে একটি মোটরসাইকেল সহ জয়ন্তী রানী ও তার শিশুপুত্র নারায়নের মৃতদেহ পড়ে থাকতে দেখ পথচারীরা। এ সময় তাদের মৃতদেহের সামন্য দূরে শীতেন্দ্রনাথকেও পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।পরে স্থানীদের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ দুটি উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাপাতালের মর্গে এবং শীতেন্দ্রনাথকে আহত ভেবে হাসপাতালে ভর্তি করে।
এরপর নিহত জয়ন্তী রানীর বাবার বাড়ির লোকজনের সন্দেহ হলে তার ছোট ভাই পরিমল চন্দ্র রায় বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি শীতেন্দ্রনাথ, তার ভাই পরিমল চন্দ্র, দ্বিতীয় স্ত্রী পলি রানী ও ভগ্নিপতি উমেশ চন্দ্র রায়কে আসামি করে পঞ্চগড় আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি পঞ্চগড় সদর থানা পুলিশকে নথি ভুক্ত করে তদন্তের নির্দেশ দেন। এর পর পঞ্চগড় সদর থানা পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি পরিষ্কার হলে ২২ ফেব্রুয়ারি রাতে শীতেন্দ্রনাথকে গ্রেফতার করে পুলিশ। এর পর শীতেন্দ্রনাথের দেয়া তথ্য অনুযায়ী ওই রাতেই  হত্যাকাণ্ডে অংশ নেয়া আব্দুর রাজ্জাক ও রয়েল রানা নামে তেঁতুলিয়ার ভজনপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বাদী পরিমল চন্দ্র রায় জানান, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি পঞ্চগড় জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়েনের তেলিপাড়া এলাকার নবকুমার রায়ের মেয়ে জয়ন্তী রানীর সঙ্গে জেলার বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের পুটিমাড়ি এলাকার হেমকুমার বর্মণের ছেলে শীতেন্দ্র নাথ রায়ের বিয়ে হয়।বিয়ের পর থেকেই শীতেন্দ্রনাথ যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করত জয়ন্তীকে। জয়ন্তীকে বিয়ের মাত্র তিন মাসের মাথায় মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে লালমনিরহাট জেলার পলি রানী নামের আরো এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে শীতেন্দ্রনাথ। এর পর পারিবারিক কলহ আরো বেড়ে গেলে প্রথম স্ত্রী জয়ন্তীকে বাড়ি থেকে বের করে দেয় শীতেন্দ্রনাথ। বাবার বাড়িতে চলে এসে জয়ন্তী রানী তার স্বামী শীতেন্দ্রনাথের নামে একটি নির্যাতন মামলা দায়ের করেন। পরে দুই পক্ষের পারিবারিক সমঝোতার মাধ্যমে লিখিত নিয়ে মামলাটি তুলে নেয় জয়ন্তী। পরে শীতেন্দ্রনাথের কর্মস্থল তেঁতুলিয়া উপজেলা শহরে একটি ভাড়া বাসায় শিশুপুত্র নারায়নকে নিয়ে সংসার করতে থাকেন ওই দম্পতি। এর মধ্যে দ্বিতীয় স্ত্রী পলি রানীর সাথেও যোগাযোগ রাখতেন শীতেন্দ্রনাথ।গত ২৩ জানুয়ারি রাতে বাবার বাড়িতে নিয়ে আসার কথা বলে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা দেন শীতেন্দ্রনাথ। রওনা হওয়ার পরই জয়ন্তী তার বাবার বাড়িতে রওনা হওয়ার কথা ফোনে জানায়। এর পর ভাড়া করা লোকের মাধ্যমে পথিমধ্যে স্ত্রী ও সন্তানকে হত্যা করে তা সড়ক দুর্ঘটনার নাটক সাজান শীতেন্দ্রনাথ।
মামলার বাদী ও নিহত জয়ন্তী রানীর ছোট ভাই পরিমল চন্দ্র রায় ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, শীতেন্দ্রনাথ আমার বোন ও ভাগিনাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমরা তো আর আমার বোনকে ফিরে পাবনা, আমি এই পাষান্ডের দৃষ্টান্তমূল শাস্তি চাই।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, আমরা নিহতের স্বামীকে প্রথমে গ্রেফতার করি এর পর তার দেয়া তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে অংশ নেয়া রয়েল রানা ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করতে পেরেছি। তাদের দেয়া তথ্য অনুযায়ী আরো দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে অংশ নেয়া গ্রেফতারকৃতদের দুইজনকে শীতেন্দ্রনাথ ২০ হাজার করে ৪০ হাজার টাকা দিয়েছেন বলে স্বীকার করেছেন তারা। আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4421234949215239535

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item