ঐক্যের আমেরিকা গড়ার অঙ্গীকার ট্রাম্পের

ডেস্কঃ
দায়িত্ব নেয়ার প্রাক্কালে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐক্যের আমেরিকা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শপথ নেয়ার একদিন আগে বৃহস্পতিবার রাতে এক কনসার্টে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে তিনি এ অঙ্গীকার করেন। খবর বিবিসির।

ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের কনসার্টে দেয়া ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, 'আমরা আমেরিকাকে আমাদের সব জনসাধারণের জন্য মহান করতে যাচ্ছি।'

পরিবর্তনের অঙ্গীকার করে ট্রাম্প বলেন, 'আমরা এমন কিছু করতে যাচ্ছি যা আমাদের দেশের জন্য অনেক অনেক দশক ধরে করা হয়নি। পরিবর্তন আসতে যাচ্ছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি- পরিবর্তন আসতে যাচ্ছে।'

এসময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। সামরিক বাহিনীকে সমৃদ্ধ করা হবে এবং সীমান্ত শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, 'আমাদের অনেককেই ভুলে যাওয়া হয়েছিল। আমি প্রচারণার সময় ভুলে যাওয়া নারী-পুরুষদের বলেছিলাম। এখন থেকে আপনাদের আর ভুলে থাকা হবে না।'

অভিষেক আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় 'মেক অ্যামেরিকা গ্রেট অ্যাগেইন! ওয়েলকাম সেলিব্রেশন' শীর্ষক কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নিচ্ছেন ট্রাম্প

পুরোনো সংবাদ

প্রধান খবর 8741642479357362811

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item