নারী শিক্ষা হচ্ছে নারী ক্ষমতায়নের মূল ভিত্তি তাই প্রধানমন্ত্রী-এমপি লিটা

জে.ইতি হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি:

নারী শিক্ষা হচ্ছে নারী ক্ষমতায়নের মূল ভিত্তি। সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি জোরদার করতে নারী শিক্ষা প্রসার যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও জেলার একমাত্র এমপিও ভূক্ত রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণ ঘোষণা দেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গত ৩১শে জানুয়ারি রোজ মঙ্গলবার রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অত্র কলেজের অধ্যক্ষ তফিল উদ্দিন এর সভাপতিত্বে উক্ত দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাঃ নাহিদ হাসান, রাণীশংকৈল পৌরসভা মেয়র মোঃ আলমগীর সরকার, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, অত্র কলেজের সাবেক সভাপতি তোয়াহা, রাণীশংকৈল বিএম কলেজের অধ্যক্ষ হাসান আলী নবাব, পদমপুর বিএম কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল ডিগ্রী কলেজের প্রভাষক প্রশান্ত কুমার বসাক,  উপাধ্যক্ষ মহাদেব বসাক, সিরাজুল ইসলাম তালুকদার সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। জাতীয় সংসদ মহিলা সংরক্ষিত ৩০১ আসনের  ও রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের সভাপতি সেলিনা জাহান লিটা (এমপি) আরও বলেন, মাধ্যমিক পর্যায় পর্যন্ত ছাত্রীর সংখ্যাগত সমতা অর্জন,বাল্যবিবাহ ব্যাপক হারে হ্রাস এবং সরকারি-বেসরকারী চাকুরিতে নারীর অংশগ্রহণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নারী শিক্ষা বান্ধব কমূসূচি বাস্তবায়নে ফলে সম্ভব হয়েছে। অনুষ্ঠান শেষে ১২৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8162777133323489310

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item