প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ঘিরে নীলফামারী ৮১৯টি পয়েন্ট ছিল উৎসব মুখোর


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৪ জানুয়ারী॥
রংপুর বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্স ঘিরে নীলফামারী ছিল উৎসব মুখর পরিবেশ।

আজ বুধবার গনভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি রংপুর বিভাগের বিভিন্ন জেলার মাঠ পর্যায়ের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, জেলার সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও কর্মী, ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠি, বিলুপ্ত ছিটমহলবাসীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন । প্রধানমন্ত্রী এ অঞ্চলের মঙ্গা নিরশন, উগ্র সাম্প্রদায়িকতা,জঙ্গীবাদ এবং সন্ত্রাসের বিপক্ষে অবস্থান, দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন।

উক্ত অনুষ্ঠান ঘিরে নীলফামারী হাইস্কুল মাঠ সহ জেলার ৬ উপজেলা ৪ পৌরসভা ৬০ ইউনিয়ন পরিষদ শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার সহ জেলার ৮১৯টি পয়েন্টে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিল। নীলফামারী জেলা শহরের বড়মাঠে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইনাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভির সার্জন ডাঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর, ৫৬ বিজিবির উপ অধিনায়ক মেজর মিজানুর রহমান মিজান, র‌্যাব ১৩ নীলফামারীর অধিনায়ক মেজর খুরশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ইউএনও শেখ মুহাঃ বেলায়েত হোসেন, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা আনসার ভিডিপি কমান্ডার আসাদুজ্জামান গণী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, বড় মসজিদের পেশ ইমাম খন্দকার আশরাফুল হক, জেলা মহিলা বিষয় কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী, পরিবার পরিকল্পনার উপ পরিচালক আফরোহা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী।
এ ছাড়া জেলা প্রতিটি উপজেলার স্ব স্ব উপজেলা চেয়ারম্যান, ইউএনও সহ সকল পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্সে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3028245468526210520

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item