সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৩ টায় শহরের বিমানবন্দর সড়কে কলেজ চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহ্মেদ মাহবুব-উল-ইসলাম।
কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. রেয়াজুল আলম রাজু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল প্রমূখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক  মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ্ব মো. মশিউর রহমান ও সহকারী শিক্ষিকা বেনতুল শান বিনু।
বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৮৪টি ইভেন্টে কলেজের ৫শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয় ও কলেজ শাখার বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী বিভিন্ন সাজে সজ্জিত হয়ে “যেমন খুশী তেমন সাজো” প্রতিযোগিতায় অংশ নেয়।
 অনুষ্ঠানের আমন্ত্রিত পুরুষ- মহিলা অতিথি ও অভিভাবকদের জন্যও ছিল ভারসাম্য দৌঁড় ও মহিলাদের জন্য দ্রুতগতিতে হাঁটা প্রতিযোগিতা।
 শেষে প্রধান অতিথি ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী  কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ী এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে শহরের আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থীদের অভিভাবক,সাংবাদিক, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5443674403945766735

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item