সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রজেক্ট ইগ্জিবিশন অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

 সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউএসটি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকটনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে  প্রজেক্ট ইগ্জিবিশন (উদ্ভাবনী প্রদর্শনী) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের হল রুমে ওই প্রজেক্ট ইগ্জিবিশনের আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ইমামুল হুদা, পিএসসি উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসিম আহমেদ, অধ্যাপক মো. মামুন-উর-রশিদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকটনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক আশরাফুন্নাহার পিংকী,প্রজেক্ট ইগজিবিশনের সুপারভাইজার সহকারি অধ্যাপক মো. সাহিদ ইকবাল, প্রভাষক মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক আশরাফুন্নাহার পিংকী জানান, শিক্ষার্থীরা প্রতিনিয়ত হাতেকলমে যা শিখছেন তারই নান্দনিক বহিঃপ্রকাশ হচ্ছে ওই প্রদর্শনী।
প্রদর্শনীতে ১৭টি প্রজেক্ট উপস্থাপিত হয়েছে। এর অন্যতম হলো সিকিউরিটি সিস্টেম ডিভাইস, পানির স্তর নির্ণয়ে রেইন অ্যালার্ম অ্যান্ড পাম্প অটোমেশন, তাপমাত্রা নির্ণয়ক ইত্যাদি।
 দিনব্যাপী  আয়োজিত প্রদর্শনী  বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা ঘুরে ঘুরে দেখেন।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4675818690976390028

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item