সৈয়দপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে সুতারপাড়া ইসলামিক সমাজ কল্যাণ সমিতি উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার(১৫ জানুয়ারী)সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ববেলপুকুর হাজারীহাট সুতারপাড়ায় প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই ফ্রি চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার।
 অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক সমাজসেবক মো. গোলজার হোসেন চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখেন সুতারপাড়া ইসলামিক সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুসরাত ফাতেমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিউল ইসলাম,সুতারপাড়া ইসলামিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন চৌধুরী দুলু, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর আরেফিন, কাশিরাম বেলপুকুর ইউপি সদস্য মো. এছাউল হক ও রংপুর  শিশু হাসপাতাল ও প্রতিবন্ধী শিশু পূর্নবাসন কেন্দ্রের চীফ ক্লিনিক্যাল স্পেশালিষ্ট চিকিৎসক এস এম হাসান ইমাম।
প্রতিবন্ধী শিশুদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী শিশুদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। ওই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে রংপুর শিশু হাসপাতাল ও প্রতিবন্ধী শিশু পূর্নবাসন কেন্দ্রের চীফ ক্লিনিক্যাল স্পেশালিষ্ট চিকিৎসক এস এম হাসান ইমামের নেতৃত্বে ৬ জন চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।
এছাড়াও একই অনুষ্ঠানে এলাকার প্রায় দেড় শত শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও এক শত অসহায়, দুঃস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র(কম্বল ও সোয়েটার) বিতরণ করা হয়েছে।
এর আগে সকালে প্রধান অতিথি উপস্থিত থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও  অসহায় শীতার্তদের মধ্যে  শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5964180157975259366

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item