সৈয়দপুরে সাবেক আমীরসহ ৩ জামায়াত নেতা গ্রেফতার

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে গোপন বৈঠক করার সময় দুই সহোদরসহ ৩ জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কামারপুকুর এলাকা ভাই ভাই ইটভাটার সামনে তাদের গ্রেফতার করে পুলিশ। আগামী ৫ জানুয়ারীকে সামনে রেখে তারা গোপন বৈঠক করছিলেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে কামারপুকুর আইসঢাল এলাকার মৃত. গোলাম কিবরিয়ার পুত্র  জামায়াতে ইসলামীর সৈয়দপুর উপজেলার সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান (৪৮), তার ছোট ভাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা ওয়াজেদ আলী (৩৬) এবং কাশিরাম বেলপুকুর ইউপির তিনপাই এলাকার মো. মকবুল হোসেনের পুত্র জামায়াত নেতা আজিজুল ইসলাম (৫২)। থানার অফিসার ইনচার্জ মো. আমিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করা হয়।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জামায়াতের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ৫ জানুয়ারীকে সামনে রেখে সৈয়দপুরে জামায়াত গোপন বৈঠক করছিল। এ সংবাদে পুলিশ কামারপুকুর এলাকায় অভিযান চালায়। এতে ৩ জন গ্রেফতার হলেও অন্যান্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8843590030436993340

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item