সৈয়দপুরে বই উৎসব

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত বই উৎসবে উপজেলার ২০৩টি স্কুল ও মাদ্রাসায় পাঠ্যবই বিতরণ করা হয়েছে।  রোববার এসব শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬৭ হাজার ৬৫০ সেট নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
এ উপলক্ষে শহরের বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী ও উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন। এ সময় সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবু,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি জামিল আশরাফ মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 এদিন লায়ন্স স্কুল এন্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লায়ন মো. রেয়াজুল আলম রাজু। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ লায়ন নজরুল ইসলাম খান কিশোর।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। আর আল-ফারুক একাডেমীতে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এতে বক্তব্য বলেন,প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
এদিকে বই উৎসবে নতুন কুঁিড় প্রি-ক্যাডেট স্কুলে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সকালে হাতিখানাস্থ স্কুল চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. জাবেদ আকতার। সাংবাদিক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য বলেন, স্কুলের প্রধান শিক্ষক মো. সাহিদ হোসেন, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন হাবলু, শিক্ষিকা রুমি, মালেকা বানু ইতি, সুলতানা বেগম নীলা প্রমুখ। অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। উপজেলাব্যাপি ওই দিন সকল থেকে বিকাল পর্যন্ত বই বিতরণ চলে।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5017470636757917636

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item