পীরগঞ্জে ৫’শ শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবনযাপন

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ(রংপুর)থেকে ঃ

রংপুরের পীরগঞ্জে ৪২ টি শিক্ষা-প্রতিষ্ঠান পূর্নাঙ্গ পাঠদান  ও ভাল ফলাফল করলেও এক যুগেও সেগুলো এমপিওভুক্ত হয়নি। ফলে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫’শ শিক্ষক-কর্মচারি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আবার অনেকেই বেতন-ভাতা পাওয়ার আগে চাকুরির বয়স শেষ হওয়ায় খালি হাতেই থেকেই অবসরে যাচ্ছেন। এ বিষয়ে কোন পদক্ষেপ না থাকায় চরম হতাশায় পড়েছেন নন-এমপিওভুক্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, নন-এমপিওভুক্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামুল্যে শ্রম দিয়ে প্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে আসছেন। লেখাপড়ায় ছাত্র-ছাত্রীরা ভাল করে আসলেও শিক্ষকদের ভাগ্যে এমপিও জোটেনি। ফলে দুঃখ আর হতাশা নিয়েই মারা গেছেন ওইসব প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক-কর্মচারী। ৩ থেকে ৫ বছর পর এসব প্রতিষ্ঠানের ডজনখানেক শিক্ষক কর্মচারি অবসরে যাবেন। এরই মধ্যে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও আর্থিক দূরাবস্থার মধ্যে পড়ে নাস্তানাবুদ হয়েছেন ওইসব শিক্ষক কর্মচারির পরিবার।
জানা গেছে, উপজেলার ৯ টি কলেজ, ১১ টি দাখিল মাদ্রাসা, ২২ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও একটি কারিগরি কলেজ এর অধিকাংশই ১৯৯৫-৯৬ সালে স্থাপিত হয়ে সরকারি স্বীকৃতিসহ সব শর্ত পূরণ করলেও এমপিওভুক্ত হয়নি। ফলে অনেকেই জীবিকা নির্বাহের তাগিদে বাধ্য হয়ে গার্মেন্টকর্মী, এনজিও, দিন মজুরিসহ অন্য পেশায় চলে যাচ্ছেন। যারা কর্মরত আছেন তারা এমপিওভুক্তির আশায় শিক্ষা প্রতিষ্ঠানে নিভু নিভু প্রদীপের মতো পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো ভেন্ডাবাড়ি মহিলা কলেজ, গুর্জিপাড়া মহিয়সী বেগম রোবেয়া কলেজ, পীরগঞ্জ মহাবিদ্যালয়, চতরা মহিলা কলেজ, আমোদপুর মহাবিদ্যালয়, শানেরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কাদিরাবাদ মহিলা কলেজ, সিরাজউদ্দিন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, চকবরখোদা বিএম কলেজ, গোবর্দ্ধানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, একতা বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ছাতুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, থিরারপাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গন্ধ্রর্বপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বড় বদনা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বড়দরগাহ্ শাহ্ ইসমাইল গাজি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চকরাঙ্গামাটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ছোট মির্জাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দুধিয়াবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ঘাষিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হরনাথ কানঞ্চনগাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জলাইডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নছিমনপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হরিণ শিং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লক্ষীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মেধাবিকাশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পলাশবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, খালাশপীর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চৈত্রকোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জোতিডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হাজিপুর বালিকা দাখিল মাদ্রাসা, মহাদিপুর বালিকা দাখিল মাদ্রাসা, গন্ধ্রর্বপুর বালিকা দাখিল মাদ্রাসা, পালগড় দারুল ইহসান দাখিল মাদ্রাসা, পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসা, ছোট উজিরপুর বালিকা দাখিল মাদ্রাসা, চেতনাপাড়া দাখিল মাদ্রাসা, শেরপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, শানেরহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হাসানপুর দাখিল মাদ্রাসা, সুজারকুঠি দাখিল মাদ্রাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমোদন নিয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করিয়ে আসছে। প্রতিষ্ঠানগুলো ভাল ফলাফলসহ সরকারের সকল শর্ত পুরন করে স্বীকৃতিপ্রাপ্ত হলেও এক যুগেও এমপিওভুক্ত হয়নি। অধিকাংশ প্রতিষ্ঠান ১২/১৪ বছর পূর্বে স্বীকৃতিপ্রাপ্ত হয়। একটি দাখিল প্রতিষ্ঠান পাঠদানের অনুমতি নিয়ে স্বীকৃতিপ্রাপ্ত হতে সময় লাগে কমপক্ষে ৬/৭ বছর। অপরদিকে পীরগঞ্জে বেশকিছু প্রতিবন্ধী বিদ্যালয়ও বিধি মোতাবেক প্রতিষ্ঠিত হয়ে নিয়মিত পাঠদান করে যাচ্ছে। সেগুলোও এমপিওভুক্ত হয়নি। পীরগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, হাজিপুর দাখিল মাদ্রাসার সুপার মাসুদার রহমান জানান- আমরা ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠানের ঘানি টানলেও সংসারের ঘানি আর টানতে পারছি না। আমরা এমপ্ওিভুক্তির আশায় সরকারের প্রতি অসহায়ভাবে তাকিয়ে আছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাহতাব হোসেন বলেন, নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি সরকারের সহানুভুতি রয়েছে বলেই একাডেমিক কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম চলছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4732444994786426004

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item