ব্রেইন টিউমারে আক্রান্ত মিতুর চিকিৎসায় পাশে দাঁড়ালেন রংপুরের জেলা প্রশাসক


এস.কে.মামুন

মানুষ মানুষের জন্য এই কথাকে যথার্থ প্রমাণ করে ব্রেইন টিউমারে আক্রান্ত মিতুর চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। গতকাল রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও নিজস্ব তহবিল থেকে এই আর্থিক সহযোগিতা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রিয় সিন্ধু তালুকদার, এনডিসি খালেদা খাতুন রেখা ও ডিআরও ফরিদুল ইসলাম।
কথা বলে জানা যায়, রংপুর পীরগঞ্জ উপজেলার ১১ নং পাছগাছী ইউনিয়নের পাছগাছী এলাকার দিনমজুর আবু মিয়ার মেয়ে মোছাঃ মিতু খাতুন। মিতু খাতুন ২০১৬ সালের পিইসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো কিন্তু হঠাৎ অসুস্থ্য হলে পরে আর পরীক্ষা দেয়া সম্ভব হয়নি। পরে পরিক্ষা-নিরীক্ষা শেষে ধরা পরে মিতুর ব্রেইন টিউমার সাথে মাথায় পানি জমেছে। মিতু আরো বেশি অসুস্থ্য হয়ে পরলে অনেক ধার-দেনা করে গত ২২ নভেম্বর ২০১৬ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসাপাতালে অপারেশন করে। অপারেশন পরবর্তি মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে ৬ টি রেডিও থেরাপী দেয়ার কথা থাকলেও অর্থের অভাবে সম্ভব হয়ে উঠেনি। বর্তমানে মিতু বাসায় চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুণছে। মিতুর বাবা একজন দিন মজুর। মিতুরা তিন বোনের মধ্যে সবার বড়। মিতুর বাবা পক্ষে কোনভাবেই ঢাকায় গিয়ে রেডিও থেরাপী দেয়া সম্ভব নয়। তিনি তাঁর মেয়ের চিকিৎসা করাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। মিতুর বাবার মোবাইল নম্বর ও বিকাশ নম্বর ০১৭৫০০৩৮৫৪২। তিনি আর্থিক সহযোগিতা করার জন্য উক্ত নম্বরে যোগাযোগ কিংবা কথা বলে বিকাশে সহযোগিতা করার আহবান জানান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5177067960433715076

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item