পীরগঞ্জে বড়আলমপুর সড়কের গাছগুলো অবৈধভাবে কর্তন করায় ১১ দিন অতিবাহিত হলেও মামলা হয়নি।

মামুনুররশিদ মেরাজুল পীরগঞ্জ,রংপুরঃ

রংপুরের পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নের একটি সড়কের গাছ অবৈধভাবে কর্তন  করায় ৮দিন অতিবাহিত হলেও মামলা হয়নি। এ ঘটনায় ইউএনও তদন্ত রিপোর্ট পেলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। অপরদিকে অন্য একটি রাস্তার গাছ কাটার পায়তারা করছে। বিষয়টি সমঝোতা করতে স্থানীয় কয়েকজন পাতিনেতা মোটা অংকের উৎকোচ নিয়েছে মর্মে জানা গেছে। বর্তমানে গাছগুলো এক ইউপি সদস্য আব্দুল মান্নানের জিম্মায় রয়েছে। উল্লেখ্য যে, একই অপরাধে রামনাথপুর বটের হাট বহুমুখী সমবায় সমিতির সদস্য ও চৈত্রকোল ইউনিয়নের বেশ কয়েক জনের নামে মামলা হয়েছে। 
অভিযোগ ও সংশি¬¬ষ্ট সুত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের পরিষদের সাথে উজিরপুর উদীয়মান সংঘ চুক্তি করে উজিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বারোকড়া মাঠের রাস্তার দুধারে গাছের চারা রোপন করে। ওইসব গাছ এখন বিক্রয় উপযোগী হওয়ায় সমিতির পক্ষ থেকে তড়িঘড়ি করে প্রায় ১০ লাখ টাকায় বিক্রি করে দেয়া হয়। বিধি রয়েছে, সমিতির আবেদনের প্রেক্ষিতে উপজেলা বন বিভাগ গাছের মার্কিং করা এবং সংশি¬¬ষ্ট ইউনিয়ন পরিষদ পেপারে টেন্ডার বিজ্ঞপ্তি প্রদান করার। এরপর উপজেলা বন ও পরিবেশ কমিটিতে গাছ বিক্রির অনুমোদন নেয়ার পর তা পুনরায় জেলা কমিটিতে প্রেরন করার। কিন্তু ওইসব বিধি না মেনে উলে¬খিত সমিতির নেতৃবৃন্দ ওই ইউপি’র ফতেপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি কাঠ ব্যবসায়ী জামিউল হাসানের কাছে বিক্রি করে দিলে গত শুক্রবার সন্ধ্যার আগে গাছ কাটা শুরু করে। এ সময় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সম্পাদক বুলেট মিয়া, সাংগঠনিক সম্পাদক রানা মিয়া উপস্থিত ছিলেন। বিষয়টি প্রকাশ হলে ইউএনও ওই ইউপি’র তহশিলদারকে দিয়ে কর্তনকৃত ১১৭টি গাছ জব্দ করে ইউপি সদস্য আব্দুল মান্নান মিয়ার জিম্মায় দেয়। এ ব্যাপারে তহশিলদার মান্নান মিয়া ইউএনও’র কাছে গত ২ জানুয়ারী গাছ সংক্রান্ত একটি প্রতিবেদন দিয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় এক নেতা উঠেপড়ে লেগেছেন। অপরদিকে বনবীটের পক্ষ থেকেও কোন ওজর-আপত্তি তোলা হচ্ছে না। ফলে আপাততঃ গাছ কর্তনের মামলা হয়নি। ওসি রেজাউল করিম বলেন, বড়আলমপুর ইউনিয়নের ওই রাস্তার গাছ কাটায় পুলিশ পাঠিয়েছিলাম। ইউএনও কমল কুমার ঘোষ বলেন, ইউনিয়ন পরিষদের সাথে যৌথভাবে চুক্তি করে গাছ লাগানো হয়েছিল। তাই ইউপি চেয়ারম্যান গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছেন। আপাততঃ ওই গাছ কাটার মামলা হচ্ছে না। আমার কাছে এখনো কোন প্রতিবেদন আসেনি। উপজেলা বন ও পরিবেশ কমিটির পরবর্তী সভায় আমরা বিষয়টি উত্থাপন করে বৈধতা দেব। তিনি বিধির ব্যাপারে কোন মন্তব্য করেননি।

পুরোনো সংবাদ

রংপুর 4660743623405279786

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item