সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে..... রংপুরের জেলা প্রশাসক

মামুনুর রশিদ মেরাজুল -
দেশকে এগিয়ে নিতে হলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য কলেছেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। তিনি বলেছেন, বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিচ্ছেন। দেশকে এগিয়ে নিতে হলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে নিতে হবে। সরকার বয়স্কদের জন্য নানার রকম ব্যবস্থা করেছেন।সোমবার (২ জানুয়ারী) দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিসি বলেন, বয়স্কদের শ্রদ্ধা করতে হবে, তাদের পাশে থাকতে হবে। কেননা একসময় আমরা সবাই বয়স্ক হয়ে যাবো।সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, রংপুরের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়। এসময় অন্যান্যদের মধ্যে সুইড বাংলাদেশ রংপুরের নির্বাহী সচিব ও দৈনিক খোলাকাগজের রংপুর অফিস প্রধান  সুশান্ত ভৌমিক, বিশিষ্ট সমাজসেবক রওশন আরা চায়না চৌধুরী, জেলা সমাজসেবার সহকারী পরিচালক আব্দুল মতিন, ডাঃ এস এম সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে রংপুর মহানগরীন প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শিশু একাডেমীর কার্যালয়ে গিয়ে শেষ হয়। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। 

পুরোনো সংবাদ

রংপুর 8110735204168705764

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item