সাঁওতাল হত্যা: ১০ দফা দাবিতে দুইদিনের কর্মসূচি

মামুনুর রশিদ মেরাজুল-

রংপুর: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালদের হত্যা ও লুটপাটে ঘটনার প্রতিবাদসহ অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ ১০ দফা দাবিতে দুইদিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
শনিবার (৭ জানুয়ারী) দুপুর ১২টায় রংপুরে সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
এতে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারি রংপুর ও ১৭ জানুয়ারি রাজশাহী বিভাগীয় শহরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাজেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার আদিবাস সাঁওতালদের হত্যা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরন, মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তির এবং পক্ষপাতের অভিযোগে গোবিন্দগঞ্জের ইউএনও ও ওসির প্রত্যাহারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে একাত্বতা প্রকাশ করে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড শাহাদৎ হোসেন, ওয়ার্কাস পার্টি রংপুরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হক্কানী, বাসদ জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, মানবাধিকারকর্মী সারা মারান্ডী, অনিক আসাদ প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7855617156421847663

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item