রংপুর জেলা ও মহানগর মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাজী মারুফ ॥
রংপুর জেলা ও মহানগর আওয়ামী মহিলালীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রংপুর জেলা পরিষদের হলরুমে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনসি এম পি, উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মহিলালীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াছমিন হোসেন। রংপুর জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের চেয়ারম্যার এডভোকেট ছাফিয়া খানমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, বাংলাদেশ আওয়ামী মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য  ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বনশ্রী বিশ্বাস স্মৃতি কণা, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি এডভোকেট দিলশাদ মুকুল, যুগ্ম সাধারন সম্পাদক নওশাদ রশীদ, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, শাহীনুর রহমান সোহেল, দপ্তর বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। এসময়  জেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক রোজি রহমানের সঞ্চালনে আরো বক্তব্য রাখেন মহিলালীগের নেত্রী এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, মমতাজ বেগম, লাকী আক্তার, সাংবাদিক মেরিনা লাভলী, জেলা পরিষদের সদস্য পারভীন আক্তার প্রমুখ। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মহিলালীগের তৃণমুলের নেত্রীদের কথা শোনেন এবং তৃণমুল কর্মী বান্ধব কমিটির উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। পরে মহিলালীগের পরিবেশনায় ঘরোয়া গান পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8822093277667375449

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item