হ্যাক করে বিকাশ এজেন্টের টাকা কর্তনের অভিযোগ

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) থেকে ঃ

পীরগঞ্জে অভিনব কৌশলে বিকাশের এক এজেন্টের মোবাইল নম্বর হ্যাক করে পৃথক দু’টি নম্বরে ২৫হাজার ৭৮৭টাকা কর্তন করার অভিযোগে পীরগঞ্জ থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। উপজেলার ফলির বিল বাজারের বিকাশ এজেন্ট আব্দুর রাজ্জাক গত রোববার রাতে ওই অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম নয়াপাড়ার আবুল হোসেন মন্ডলের পুত্র আব্দুর রাজ্জাক মন্ডল বর্নিত বাজারে কনফেকশনারী ও বিকাশ এজেন্ট হয়ে মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করে আসছেন। গত ১৩ জানুয়ারী বিকেলে মোবাইল ব্যাংকিং (বিকাশ) পরিবেশকের (ডিষ্টিবিউটর) ব্যবহৃত ফোন ০১৮৬৯৮৬৪০৮৫ থেকে আব্দুর রাজ্জাক মন্ডলের এজেন্ট নম্বর-০১৭১৭৮৩৪৫৫৫ তে ফোন দিয়ে কথা বলেন। এ সময় পরিবেশক এজেন্টকে জানায় প্রধান কার্যালয় (হেড অফিস) থেকে আপনাকে ফোন দেয়া হলে তা রিসিভ করার জন্য কথা  বলেন। কথা বলা শেষ না হতেই প্রধান কার্যালয়ের ব্যবহৃত আইডি ১৬২৪৭ থেকে ফোন আসলে এজেন্ট আব্দুর রাজ্জাক রিসিভ করেন। এ সময় বিকাশের সেবার মান নিয়ে কথা বলা অবস্থায় ওই ফোনে ০১৭২৯৮৬৫৯২০ নম্বরের একটি ফোন আসলে সেটি রিসিভ করতে বলেন এবং ফোন না কেটে কথা বলার নির্দেশ দেন। এরমধ্যেই ওই এজেন্টের একাউন্ট হ্যাক করে পৃথক দু’টি নম্বর ০১৭৭৯৪৯৭৮৮৮ নম্বরে ২৪ হাজার ৯৯৯টাকা এবং ০১৮৮৩-৩২২৩৪২ নম্বরে ৭৮৮টাকাসহ মোট ২৫ হাজার ৭৮৭ টাকা কেটে নেয়। এরপর ওই এজেন্ট পরিবেশক ও প্রধান কার্যালয়ে তার ব্যালেন্স থেকে টাকা নেয়ার ঘটনা জানালে তারা এজেন্ট আব্দুর রাজ্জাক মন্ডলকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন। পরিবেশকের ব্যবহৃত ০১৮৬৯৮৬৪০৮৫ নম্বর ফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

পুরোনো সংবাদ

রংপুর 4369372213413691089

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item