পীরগঞ্জে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত

মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ, রংপুরঃ 

আজ বিকেলে রংপুরের পীরগঞ্জ প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সুবিধাভোগী মা’দের সাথে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ প্রদানসহ বিভিন্ন তথ্য প্রযুক্তির সুবিধা সমন্বিত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নেছার আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু ছালেহ মো: তাজিমুল ইসলাম শামীম, সহকারী পরিচালক মাহফুজুর রহমান, শিওর ক্যাশের  চিফ বিজনেস কর্মকর্তা আবু তালেব, রিজিওনাল ম্যানেজার নাজমুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ওসমান গণি, রংপুর পিটিআই এর সহকারী সুপার মাহমুদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু । সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: রেজাউল করিম। সভায় বক্তারা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তির অর্থ প্রদান বিষয়ে আলোচনা করেন। উপস্থিত মায়েরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়াও বর্তমান শিক্ষা বান্ধব সরকারের ব্যাপক প্রশংসা করা হয়। তবে পীরগঞ্জ উপজেলায় টেলিটক নেটওয়ার্ক দুর্বল হওয়ায় তারা শক্তিশালী নেটওয়ার্ক চালুর জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।

পুরোনো সংবাদ

রংপুর 2195327899929631143

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item