রংপুরের বেতগাড়ী ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল রংপুরের গংগাচড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেতগাড়ী একরামিয়া বহুমূখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অভিভাবক সমাবেশ ২০১৭।রবিবার সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী অভিভাবক কমিটি ও সুধী মহলের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী মোঃ সহিদুল ইসলাম, বিশেষ অতিথি গভর্নিং বডির সদস্য মোঃ নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোঃ জাফরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবকদের মধ্যে মোঃ মমিনুর রহমান, সহিদার রহমান, লুৎফর রহমান, আমিনুর রহমান মাস্টার, আব্দুল বাতেন, আফরোজা বেগম, শিক্ষকদের মধ্যে উপাধ্যক্ষ ফজলুল করিম, ইংরেজী প্রভাষক গোলাম রব্বানী, , বাংলা প্রভাষক আবু হানিফ চৌধুরী, এটিএম আব্দুল হক, দোয়া পরিচালনা করেন আরবী প্রভাষক খাজা আহমেদ নিজামী, অনুষ্ঠান উপস্থাপনা পরিচালনা করেন আরবী প্রভাষক মাওলানা মোঃ কারিমুল ইসলাম প্রামানিক লিখন। উক্ত সমাবেশে প্রধান অতিথি শিক্ষানুরাগী সহিদুল ইসলাম বলেন,  শিক্ষার্থীদের আধুনিকতা ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মাঝে গুণগত ও মানসম্মত শিক্ষা পাঠ্য দানে যা যা করার প্রয়োজন সবই করা হবে। প্রয়োজনে কমিটির সদস্য বৃন্দরা প্রতিদিন শ্রেণিকক্ষে মনিটরিং এবং অভিভাবকদের ফলো আপ করার লক্ষ্যে ডায়েরী ব্যবহার চালু করা হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8628729530091254955

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item