পীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সমুহে একযোগে বই উৎসব

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ  

পীরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমুহে একযোগে বই উৎসব পালন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সদরের প্রাচীনতম নারী শিক্ষার স্কুল পীরগঞ্জ কছিমননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি নুর মোহাম্মদ মন্ডল। ওই  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনওয়ারুল ইসলাম মান্নুর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন প্রমুখ। অপর দিকে চককরিম আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই ও স্কুল পোশাক , আরিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দেশ বরেন্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমানু বিজ্ঞানী প্রয়াত ড.এমএ ওয়াজেদ মিয়ার স্মৃতিবিজড়িত চককরিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  বই উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। পর্যায়ক্রমে  উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠান সমুহে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন, অবসর প্রাপ্ত শিক্ষক ও প্রবীন আ’লীগ নেতা আব্দুল জলিল মন্ডল, উপজেলা আ’লীগ সদস্য ও পীরগঞ্জ প্রেসক্লাব  সভাপতি সরওয়ার জাহান, উপজেলা কৃষকলীগ নেতা মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ ছাড়াও অভিভাবকগন উপস্থিত ছিলেন। বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বই কেনার অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন যাতে বন্ধ না হয়, সে জন্য বর্তমান সরকার বছরের শুরুতেই বিনামুল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিচ্ছে। বছরের ১ম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন জানান, এদিন এক যোগে শান্তিপুর্ন পরিবেশের মধ্যদিয়ে উপজেলার  উপজেলার  ৮৯ টি মাধ্যমিক বিদ্যালয়ে, ৫১ টি মাদ্রাসা ও ১২টি এবতেদায়ী মাদ্রাসার সর্ব মোট ৫১ হাজার ১৩০ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ৭৩ হাজার ৪৬০ টি বই বিতরণ করা হয়েছে।  এছাড়াও উপজেলার ২৩৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সর্বমোট ৩৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ হাজার শিক্ষার্থীর মাঝে ৩ লাখ বই এদিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিতরণ করা হয়েছে বলে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রেজাউল করিম জানিয়েছেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 541000228817280098

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item