পীরগঞ্জে আদিবাসীদের মানববন্ধন

মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ, রংপুরঃ

পীরগঞ্জে আদিবাসী ও সংখ্যালঘুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা সদরে দু’শতাধিক উপজাতি নারী-পুরুষ মানববন্ধন করেছে।শনিবার বেলা ১২টা থেকে ১ টা পর্যন্ত গুলশান মোড়ে ওই মানববন্ধন করে।
জানা গেছে, উপজেলায় ন্যাশনাল সার্ভিসের সদস্য শরিয়ত হোসেন জননিরাপত্তা ট্রেডে অন্তর্ভুক্ত হয়ে পীরগঞ্জ থানায় সংযুক্ত হয়ে দায়িত্ব পালন করেছিল। দু’বছর পর তার চাকরী শেষ হলেও সে পুলিশের সোর্স পরিচয় দিয়ে সাধারন মানুষের কাছ থেকে টাকা আদায়সহ নানানভাবে হয়রানি করে আসছে। একপর্যায়ে শরিয়ত হোসেন গত ১০ জানুয়ারী রাতে উপজেলার পাটগ্রাম উপজাতি পল্লীতে এক বিয়ের অনুষ্ঠানের মাইক্রোবাস রাস্তায় আটক করে চালককে মারধর করে। গত বৃহষ্পতিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ শরিয়ত হোসেনকে আটক করে জেলহাজতে প্রেরন করেছে। অপরদিকে আদিবাসী-সংখ্যালুঘর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলার পাটগ্রাম ও খষ্ট্রি গ্রামের দু’শতাধিক উপজাতি নারী-পুরুষ শরিয়ত হোসেনের বিচারের দাবীতে  গুলশান মোড়ে মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ শরেন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি এ্যাড. কাজী লুমুম্বা, সম্পাদক এ্যাড. আবু সুফিয়ান হিরু, উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি মোখলেছার রহমান, সম্পাদক দেলোয়ার হোসেন, ভুমিহীন নেত্রী রুবিনা শরেন, পীরগঞ্জ পৌর কাউন্সিলর পবিত্র কুমার বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির নেতা অশোক সর্দার ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7753000503534961537

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item