রংপুরে এমপি লিটনের প্রথম জানাজা সম্পন্ন

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ 

রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামীলীগের এমপি মনজুরুল ইসলাম লিটনের প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর পৌনে ১টার দিকে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলে রয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য এবিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য মাহবুব আরা গিনি, রংপুর সিটি মেয়র শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু,সহ জেলা ও মহানগরসহ স্থানীয় নেতারা। এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও এলাকার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।প্রথম নামাজের জানাজা শেষে হেলিকপ্টারযোগে লিটনের মরদেহ ঢাকায় নেয়া হবে। এরপর সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিব হবে। একইদিন সুন্দরগঞ্জে নিয়ে যাওয়া হবে নিটনের মরদেহ। সেখানে বাদ আসর তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।এর আগে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্ত শেষে সংবাদ সম্মেলনে রংপুর মেডিক্যালের অধ্যক্ষ পরিমল মজুমদার জানান, লিটনের দেহে মোট পাঁচটি গুলির চিহৃ পাওয়া গেছে। যার মধ্যে দুটি গুলি বুকের সামনে থেকে, একটি বুকের পিছন থেকে আর দুটি হাতে।এছাড়া বুক থেকে একটি গুলি বের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে তার লাশ হস্তান্তর করা হয়।উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে ঘরে ঢুকে গুলি করে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

পুরোনো সংবাদ

রংপুর 2989387279583580033

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item