নেতা উৎপাদনের কারখানার দরকার নেই,কর্মী উৎপাদনের কারখানা দরকার: রংপুরে ওবায়দুল কাদের

মামুনুর রশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ
 
দল ভারি করার জন্য খারাপ লোকদের দলে না নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে নেতা যত বাড়ছে কর্মী ততো কমছে।তিনি বলেন, এখন নেতা উৎপাদনের কারখানার দরকার নেই, কর্মী উৎপাদনের কারখানা দরকার। কারণ কর্মীরাই দলের প্রাণ। সমস্যা নেতাদের মাঝে, কর্মীদের মাঝে কোনো সমস্য নেই।রোববার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, যারা সত্যিকারের রাজনীতি করেন তারা একদিন মূল্যায়ন পাবেন। হতাশ হবেন না। একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না।আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতেই আজকের এ সভা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দলীয় কোন্দল ও কলহ সৃষ্টি করেন তারা সতর্ক হয়ে যান। যতই পকেট কমিটি করেন না কেন, জনগণের কাছে যারা গ্রহণযোগ্য তারাই সর্বোচ্চ মূল্যায়ন পাবে।দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নেতারা কর্মীদের সঙ্গে আর কর্মীরা জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করেন। যা ভবিষ্যতে কাজে দেবে।সাম্প্রদায়িক উগ্রবাদ ও অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নির্দেশে এ শক্তিকে পরাজিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।মাদকের ছোবলে তরুণদের একটি বড় অংশ ধ্বংস হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী এর বিরুদ্ধে সোচ্চার হতে প্রশাসনহসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি এ দেশের অভিভাবক। তার অভিজ্ঞ নেতৃত্বের প্রতি আমরা শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেবো।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, চৌধুরী খালেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আব্দুর রহমান,  কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক মাহমুদ হাসান রিপন,বদরগঞ্জ তারাগঞ্জ আসনের এমপি আহসানুল হক চৌধুরী ডিউক,মহিলা আসনের এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সেলিনা ইসলাম লিটা, সফুরা বেগম, উম্মে কুলসুম স্মৃতি, দিনাজপুর-৪ আসনের এমপি সিবলী সাদিক, জলঢাকা আসনের এমপি গোলম মোস্তফা, কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক সুজিত কুমার নন্দী, সদস্য এসএম কামাল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোনারুল ইসলাম মাসুদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল মোহাম্মদ নাসের রুবেল, সহ সাধারন সম্পাদক সুমনা ইসলাম লিলি, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু,মহানগর কমিটির সভাপতি সাফিয়ার রহমান,নীলফামারী জেলা সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, পঞ্চগড় জেলা সাধারন সম্পাদক আনোয়ার সাহাদত সম্রাট, লালমনিরহাট জেলা সাধারন সম্পাদক এ্যাড.মতিয়ার রহমান,কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, গাইবান্ধা জেলা সভাপতি এ্যাড.শামসুল আলম হিরু, ঠাকুরগাও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কোরাইশী, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী,কুড়িগ্রাম জেলা সভাপতি আমিরুল ইসলাম মঞ্জু। যৌথ কর্মীসভায় রংপুর বিভাগের ৮ জেলা ও ১টি সাংগঠনিক জেলার ৫৪ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4020146444586802628

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item