নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২ জানুয়ারী॥
“সমাজ সেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ সোমবার সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্দ্যেগে দিবসটি উৎযাপন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো. রোকোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, সম্মলিত সাংস্কৃতি জোটের আহবায়ক আহসার রহিম মঞ্জিল।
পরে র‌্যালি ও আলোচনা সভা শেষে স্থানীয় জেলা শিল্পকলা অডিটরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকসহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6145908112711984648

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item