নীলফামারীতে উন্নয়ন মেলা ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৯ জানুয়ারী॥
বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম, প্রান্তিক পর্যায়ের জনগনের সম্মুখে তুলে ধরতে “উন্নয়নের গণতন্ত্র,শেখ হাসিনার মূলমন্ত্র” শ্লোগানকে সারা দেশের ন্যায়  আজ সোমবার বেলা তিনটায় হতে  নীলফামারী হাইস্কুল  মাঠে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৭। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশের উন্নয়ন মেলার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করবেন। এই মেলা ঘিরেই আজ সোমবার সকাল ১০টায় বিশাল বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরে বের করা হয়। জেলা প্রশাসনের কার্যালয় হতে রেলপথ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকবর হোসেন, নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন ও জেলা পুলিশ সুপার জাকির হোসেন খানের নেতৃত্বে বাদ্যযন্ত্র সহকারে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা  বিভিন্ন সরকারী, বেসরকারি দপ্তর, সুশীল সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী অংশ নেয়। মেলা প্রাঙ্গনে  শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক বেলা তিনটায় প্রধানমন্ত্রী কর্তৃক মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানান।
নীলফামারীর উন্নয়ন মেলার আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব জানান নীলফামারীর উন্নয়ন মেলায় মোট ৬০টি স্টল স্থান পেয়েছে।
১১ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। ২০২১ সালের মধ্যে দারির্দ্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়ার অঙ্গীকার পূরণে ইতোমধ্যে সরকারী-বেসরকারী দফতরের গৃহীত উন্নয়ন কার্যক্রমের প্রচারের লক্ষ্যে এ মেলা আয়োজন করা হচ্ছে। মেলায় প্রতিদিন সেমিনার, লোকসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ভিডিও চিত্রে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5524198280753052689

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item