নীলফামারীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৯ জানুয়ারী॥
  “শিক্ষার আলো জ্বালবো,ডিজিটাল বাংলাদেশ, গড়ব”এই প্রতিপাদ্য কে ধারন করে সারা দেশের ন্যায় নীলফামারীতেও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/ ২০১৭ শুরু হয়েছে।
শিক্ষা সপ্তাহ ঘিরে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখে নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। শিক্ষা র‌্যালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেয়। এ ছাড়া জেলার ডোমার,ডিমলা,জলঢাকা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় অনুরূপ কর্মসুচি পালন করা হয়।
সংশ্লিষ্টরা জানায় আজ ২৯ জানুয়ারী হতে আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত বিভিন্ন কর্মসুচির পালনের মধ্যে দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/ ২০১৭ পালন করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4572270044818393933

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item