নীলফামারীতে নারী জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় সভা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৪ জানুয়ারী॥
নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষমতায়ন বিষয়ক দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ নীলফামারীর হলরুমে সংস্থাটির অপরাজিতা প্রকল্পের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন
জেলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মুহঃ বেলায়েত হোসেন। জেলা নারী ফোরামের সভাপতি সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী, সদর উপজেলার প্রকৌশলী সাইফুল ইসলাম।
সভায় মুল প্রবন্ধ পাঠ করেন ডেমক্রেসিওয়াচ নীলফামারী আঞ্চলিক কো-অর্ডিনেটর কামাল হোসেন শাহ, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া।
 সভায় নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা তাদের কাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করণে স্থানীয় সরকার এসোসিয়েশন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম(বিইউপিএফ), মিউনিসিপালিটি এসোসিয়েশন অব বাংলাদেশ(ম্যাব) এবং উপজেলা পরিষদ এসোসিয়েশনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
ডেমক্রেসিওয়াচ নীলফামারীর আঞ্চলিক কো অর্ডিনেটর কামাল হোসেন শাহ বলেন, স্থানীয় সরকারের নারী প্রতিনিধিদের ক্ষমতায়নের উদ্যোগ আরো এগিয়ে নিতে ডেমক্রেসিওয়াচ অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ, সদর উপজেলা পরিষদ এবং নীলফামারী পৌরসভার নির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে কাজ করছে। মুলত স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করণের পাশাপাশি নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন প্রতিষ্ঠাসহ মানবাধিকার, সুশাসন নিশ্চিত করতে এই উদ্যোগ। সভায় জেলা সদরের ৪৫ জন নারী জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1785319505812378786

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item