এমপি লিটনের লাশ দাফন সম্পন্ন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ ডেপুটি স্পীকারের

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ::

আততায়ীর গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন- জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। 
সোমবার সন্ধ্যা ৫টায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এরআগে বিকালে বাদ আছর তাঁর বাসভবনের উঠানে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামমতি করেন কাঠগড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জামাল উদ্দিন। জানাযা পূর্বে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া প্রশাসনকে নিদের্শ দিয়ে বলেন-অবিলম্বে হত্যাকারী জামায়াত-শিবির জঙ্গি গোষ্টিকে গ্রেফতার করে আইনের আওতায় সোপর্দ্দ করতে হবে।
এসময় ছিলেন-জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিণি, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আযম হিরু, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন, জেলা প্রশাসক- আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী অফিসার-হাবিবুল আলম, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, বিভিন্ন ইউনিয়ন পষিদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ।  
    উল্লেখ্য, গত শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নিজ বাড়ির অভ্যর্থনা কক্ষে দুর্বৃত্তদের গুলিতে আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাড়ে ৭টায় তিনি মৃত্যু বরণ করেন। এরপর রংপুর পুলিশ লাইন্সে ১ম, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২য়  ও নিজ বাড়ির উঠানে ৩য় দফা জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 5738594884985030606

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item