সংসদে এমপি লিটনের জানাজা সম্পন্ন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্কঃ
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ১০টার পর এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় সংসদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।
তার মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির পক্ষ থেকে এমপির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর পরে সাংসদের প্রতি শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এ সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জহাঙ্গীর কবীর নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।
এরপর সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে তার দলের হুইফ নুরুল ইসলাম ওমর শ্রদ্ধা জানান।
পরে মরহুমের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।  মোনাজাতে প্রধানমন্ত্রী ও স্পিকার অংশ নেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 5711015105432797042

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item