খালেদা জিয়াকে ১ ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

ডেস্কঃ
রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১০ মামলায় আগামী ১ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এর আগে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। এতে তারা বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাই তিনি আদালতে আসতে পারেননি। সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আদালত।
এ ব্যাপারে আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১টি মামলার আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এসব মামলা হলো রাজধানীর দারুস সালাম থানার আটটি মামলা, রাষ্ট্রদ্রোহের একটি মামলা ও যাত্রাবাড়ী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলা।
খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বলেন, খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন মঞ্জুর করে আদালত খালেদা জিয়াকে পরবর্তী শুনানির তারিখে হাজির করার জন্য বলেছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8161299692193004710

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item