পীরগঞ্জে মাদরাসা সুপারের পক্ষে বিক্ষোভ মিছিলে জামায়াত-শিবিরের স্লোগান!

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ(রংপুর)থেকে ঃ

পীরগঞ্জে নাশকতার মামলায় চার্জশীটভুক্ত আসামী এনায়েতপুর দাখিল মাদরাসার সুপার আতোয়ার রহমানের পক্ষে মাদরাসাটির শিক্ষক-শিক্ষার্থীরা জামায়াত-শিবিরের স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ মিছিলের ভিডিও উদ্ধার পূর্বক মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিলটি হয়।
জানা গেছে, উপজেলার ওই মাদরাসার সুপার আতোয়ার রহমান তার মাদরাসার একটি কক্ষে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য রাখাকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ ও মামলা হয়। মামলায় সুপার দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে এলেও তিনি মাদরাসায় যান না। কয়েকমাস ধরে ওই সুপার মাদরাসায় না যাওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন তাকে অনুপস্থিত দেখিয়ে সরকারী অংশের বেতনভাতাও কর্তন করেছেন। অপরদিকে ওই মামলায় প্রধান আসামী সুপারের বিরুদ্ধে পুলিশ চার্জশীটও দিয়েছে। সম্প্রতি মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ওই সুপারকে মাদরাসায় নিয়ে আসার জন্য কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করে গতকাল একটি বিক্ষোভ মিছিল করেছে। এ সময় এক শিক্ষক জামায়াত-শিবিরের পক্ষে স্লোগান দেয়। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে এক ছাত্রের কাছ থেকে মোবাইল ফোনে ভিডিও ধারনের দৃশ্য উদ্ধার করে মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানায়, আমরা যদি সুপারের পক্ষে বিক্ষোভ মিছিলে না আসি, তাহলে আমাদেরকে পরীক্ষায় পাশ করিয়ে দেয়া হবে না বলে হুমকি দেয়ায় ভয়ে এবং বাধ্য হয়ে মিছিলে এসেছি। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল বি জাকারিয়া হোসেন বলেন, আমি ভিডিওটি দেখার পর আমার অফিসারকে তদন্ত করে মিছিলে লিড প্রদানকারীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছি।

পুরোনো সংবাদ

রংপুর 1534668732424550344

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item