জলঢাকায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি-

নীলফামারীর জলঢাকায় রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে গোলনা ইউনিয়নের খারিজা গোলনায় রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান এবং মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আক্তার। বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে প্রথমে সরিষা প্রদর্শনীর ক্ষেতটি পরিদর্শন করা হয়। প্রধান অতিথি কৃষিতে বিভিন্ন প্রদর্শনী স্থাপনের কারণগুলো তুলে ধরে সরিষা চাষের গুরুত্বের উপর আলোকপাত করেন।  উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশের অগ্রযাত্রায় কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী এবং কৃষকদের অবদানের কথা সবিস্তারে তুলে ধরেন। সভাপতি তার বক্তব্যে কৃষির আধুনিক প্রযুক্তিসমূহ উল্লেখ করেন এবং এলাকার কৃষকদের সরিষা আবাদে এগিয়ে আসার আহবান জানান। মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পুরোনো সংবাদ

নীলফামারী 8994427578971810864

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item