জলঢাকায় ভর্তুকীর আওতায় পাওয়ার থ্রেসার বিতরণ

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সহায়তা প্রদান করে ৫ টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্ত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান এবং মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা মৎস্য অফিসার মিনারা হাফিজা ফেরদৌস, বালাগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন এবং শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণজিত কুমার রায় উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি কৃষিতে যান্ত্রিকীকরণে কৃষক বান্ধব সরকারের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশের উন্নয়নে কৃষি সেক্টর অন্যতম অংশীদার বলে উল্লেখ করেন এবং কৃষি বিভাগের কার্যক্রমের প্রশংসা করেন। উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে ১০৫০০০ টাকা মূল্যের পাওয়ার থ্রেসারে ৩০% ভর্তুকীতে সরকার ২৫০০০ টাকা উন্নয়ন সহায়তা প্রদানের কথা বলেন এবং একই রকম সহায়তায় রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টার, রিপার, বেড প্লান্টার, ফুট পাম্প প্রদানের সুযোগের কথা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7606566117322262211

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item