জলঢাকায় এসএসিসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ

আসছে ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২০১৭ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভেকেশনাল) পরীক্ষা শুরু হবে। পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায়  সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব, প্রতিষ্ঠান প্রধান ও পরিদর্শকদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে। । উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন কেন্দ্র সচিব ও জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, কেন্দ্র সচিব ও ছীট মিরগন্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশীদ, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব একেএম ওয়ারেছ আলী, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আশিকুর রহমান সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন উপস্হিত ছিলেন। এবারের পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান কেন্দ্র সচিবদের উদ্দেশে বলেন আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। আমার অনুমতি ছাড়া কাউকেও পরীক্ষা কক্ষের ভিতরে প্রবেশ করতে দিবেন না। কোনকিছু ঘটলে সাথে সাথে আমাকে জানাবেন আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করব।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2011918303412787187

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item