জলঢাকায় পুলিশ সদস্য হত্যা মামলা ॥্ ৫ জামায়াত কর্মী গ্রেফতার

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৬ জানুয়ারী॥
জেলার জলঢাকা উপজেলায় পুলিশ সদস্য আজিজুর রহমান হত্যা মামলার জামায়াত শিবিবের পলাতক ৫ আসামীতে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।
 গ্রেফতারকৃতরা হলো জলঢাকা উপজেলার মধ্য কাজীরহাট গ্রামের সক্রিয় জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক(৩৩), দক্ষিন কাজীরহাট গ্রামের জসিম উদ্দিনের ছেলে এমদাদুল হক ওরফে এন্দা( (৩৫) মৃত মহদ্দী মুন্সির ছেলে আব্দুল কমির(৫৫) পান্থাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম(২৮) ও খালিশা খুটামারা গ্রামের মৃত নিরাশা তেলীর ছেলে রশিদুল বাসলাম(৪৫)।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান ২০১৩ সালের ২৫ অক্টোবর বিকালে জলঢাকা উপজেলা শহরের পেট্রোল পা¤প এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে  পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সদস্য আজিজুর রহমান জামায়াত শিবিরের হামলায় গুরুত্ব  আহত হন। সেদিন রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২০ নবেম্বর রাতে তার মৃত্যু হয়েছিল। 
নিহত পুলিশ সদস্য রংপুর জেলার কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের আবুল কাশেম মন্ডলের ছেলে।
এ ঘটনায় জলঢাকায় মামলা হয়। মামলাটি বর্তমানে নীলফামারী আদালতে জিআর ১৪৮/১৩ বিচারাধীন রয়েছে। সুত্র মতে ওই মামলায় পুলিশ ইতোমধ্যে জলঢাকা উপজেলা জামায়াতের আমির সহ আরো ১৫ জনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6122172571881402343

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item