জলঢাকায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ১ম শ্রেনী থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান উপষ্হিত থেকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন মিসেস ইউএনও উম্মে জাকিয়া, সহকারী শিক্ষা অফিসার ও সমন্বয়ক আজমল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানি, শেখ মুশফিকুর রহমান, হাবিবুর রহমান ও হারুন অর রশীদ। ইভেন্টগুলি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা কাবেরী, প্রধান শিক্ষক ফেরদৌসি খানম বেলি , শাহ আফজালুর রহমান আরিফ, লায়লা বেগম, হাবিবুর রহমান, নুরুজ্জামান, সহকারী শিক্ষক মল্লিকা রায়, গোলাম জাকারিয়া বাবু ও ফেরদৌস আলম প্রমুখ। প্রতিযোগিতা সম্পর্কে এটিও আতাউল গনী ওসমানি বলেন এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের  শিশু কিশোরদের মিলন মেলায় পরিনত হয়েছে। তিনি আরো বলেন যেকোনো ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহন শিশু কিশোরদের মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 48014283647438717

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item