জলঢাকায় অবৈধ ভাবে পাথর বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩০ জানুয়ারী॥
রাতের আধারে বোমা মেশিন বসিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করার দায়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় শাহাদাত হোসেন (৪০) নামের এক ব্যাক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযœ চালিয়ে এ জরিমান করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক  মুহা. রাশেদুল হক প্রধান। এ সময় বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিনসহ সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযোগ মতে উপজেলার গোলনা ইউনিয়নের ছয় নম্বর  ওয়ার্ড সদস্য তোফাজ্জল হোসেনের ছেলে শাহাদাত হোসেন রাতের আধারে  জলঢাকা-ডিমলা পাকা সড়কের ধারে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে  পাথর ও বালু উত্তোলন করছিল। অভিযানে ভ্রাম্যমান আদালতে ঘটনাস্থলেই  বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ধারা লংঘনের দায়ে ১৫(১)ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করায় শাহাদাত হোসেন ছাড়া পায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 888128698132006012

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item