গাইবান্ধায় শিশু হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসি

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি::

গাইবান্ধায় ৬ বছরের শিশু তাহসিন ওরফে অর্ণবকে অপহরণের পর শ্বাসরোধে হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর ৭ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার আসামীদের উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রত্মেশ্বর ভট্টাচার্য এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত যুবকরা হলো জেলা সদরের সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বিল্লু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৮), মৃত আজগর আলীর ছেলে পাভেল মিয়া (২০) ও রুবেল মিয়া (২৪)। আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) এ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন জানান, ২০১০ সালের ২৭ জুলাই তাহসিন সদর উপজেলার খামার পীরগাছা গ্রামে নানা বাড়ীতে বেড়াতে যায়। ওই দিন বিকেলে আসামী জাহিদ, পাভেল ও রুবেল তাহসিনকে অপহরণ করে একটি ঘরে আটকে রাখে। পরে তাহসিনের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে তারা। এরপর মুক্তিপন না পেয়ে তাহসিনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ডোবার পানিতে পাটের নিচে লুকিয়ে রাখে আসামিরা। তিনি আরও জানান, বিচারকার্য চলাকালে সকল স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে ৩ যুবকের ফাঁসি ও অপর ৭ জনকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 40922164465869875

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item